সারা বাংলা

কাদের মির্জাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার আদেশ প্রত্যাহার করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। 

তিনি বলেন, ‘নোয়াখালী আওয়ামী লীগের শান্তি-শৃঙ্খলার স্বার্থে আদেশটি প্রত্যহার করা হলো।’ তবে তিনি লিখিতভাবে কিছু জানাতে পারেননি।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ‘কাদের মির্জাকে দল থেকে বহিষ্কারের লিখিত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তা বহাল রয়েছে। সভাপতি কার সঙ্গে আলোচনা করে প্রত্যাহার করেছেন তা আমি জানি না।

এর আগে, কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়ে শনিবার সন্ধ্যার দিকে গণমাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

 

আরও পড়ুন > কাদের মির্জাকে আ.লীগের সদস‌্য পদ থেকে অব‌্যাহতি, বহিষ্কারের সুপারিশ