ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর মহেশপুরে ‘জে এম কে ব্রিকস’ ইটভাটার জমানো মাটির স্তূপ থেকে একটি ভাঙা কষ্টি পাথরের খোদাই করা মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ মার্চ) বিকেলে ৫.৫০ কেজি ওজনের এ কষ্টি পাথরের মূর্তিটির সন্ধান পাওয়া যায়। পরে তা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জাহিদ ইকবাল জানান, উপজেলার বাজে বাকসা গ্রামে উটকল দিয়ে একটি পুকুর খননের কাজ করা হয়। খননের সে মাটি ‘জে এম কে ব্রিকস’ ইটভাটায় বিক্রি করা হয়। ইটভাটায় ওই জমানো মাটি খুঁড়তেই ভাটা শ্রমিকরা এ মূর্তিটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) ইটভাটা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, ইটভাটা উদ্ধার হওয়া কষ্টি পাথরের ভাঙা মূর্তিটি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।