টাঙ্গাইলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শিফট প্রজেক্টের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল পৌরসভার সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে শিফট প্রজেক্টের আওতায় ডিনেট ও ইউএনসিডিএফ অনুষ্ঠানটির আয়োজন করে। এর প্রতিপাদ্য ছিল ‘ব্যবসাতে প্রযুক্তি, দিন দিন উন্নতি’।
মতবিনিময়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশ নেন টিভি টুডের চিফ রিপোর্টার সাজেদ রোমেল, রাইজিংবিডির সারা বাংলা ডেস্ক ইনচার্জ সনি, ঢাকা পোস্টের সহসম্পাদক ওমর ফারুক আকন্দ, ঢাকার রমনা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিনেট— এর ডেপুটি ডিরেক্টের আসিফ আহম্মেদ তন্ময়।
টাঙ্গাইলের ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতি, ছয়আনী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে অংশ নেন।