ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালন করতে সকাল থেকেই রাজপথে নেমেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
রোববার (২৮ মার্চ) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে তারা। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট-খাঁটিহাতা বিশ্বরোডসহ শহরের বিভিন্ন পয়েন্টে মাদ্রাসা ছাত্রদের হরতাল পালন করতে দেখা গেছে।
জেলার সদর উপজেলার অরশিউড়া বাসস্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। পৌরশহরের পিরবাড়ি পুলিশ লাইনের সামনে হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সদর উপজেলার ননদনপুর, ঘাটুরা, সুহিলপুর, কাউতুলি, ভাদুঘরের বিভিন্ন পয়েন্টে গণপরিবহন চলতে দেখা দেখা যায়নি।
এদিকে, হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা। জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম রাইজিংবিডিকে বলেন, হরতাল প্রতিরোধ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।