হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় সহিংসতা ও ধর্ষণের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় আদালতে ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রোববার (২ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে তিন মামলায় মামুনুল হককে ২৪ দিনের রিমান্ড ও শোন এ্যারেস্টের আবেদন করে পুলিশ।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডে চেয়ে ও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে। একই সঙ্গে সোনারগাঁও রয়েল রিসোর্টে ও যুবলীগ নেতার বাড়ি হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডসহ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষনের অভিযোগে পৃথক তিন মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আসামির উপস্থিতিতে আগামী ৯ মে মামলার পরবর্তি শুনানির দিন ধার্য করেছেন।