চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক মামুনুল হকসহ কারাগারে থাকা তিন কেন্দ্রীয় নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।
অপর দুই নেতা হলেন— জুনায়েদ আল হাবিব এবং আজিজুল হক ইসলামাবাদী।
বুধবার (১৯ মে) দুপুরে হাটহাজারী থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির।
পুলিশ জানায়, ঢাকার শাপলা চত্বরে এবং নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবের মামলায় মামুনুল হকসহ উল্লেখিত নেতারা বর্তমানে কারাগারে রয়েছেন। এদের মধ্যে মামুনুল হক নারায়ণগঞ্জের তাণ্ডবের ঘটনায় রিমান্ডে রয়েছেন।
গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িত থাকার দায়েও এই তিন জনকে আসামি করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন জানানো হয়। আদালত শুনানী শেষে আবেদন মঞ্জুর করেছেন।