সারা বাংলা

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বাগেরহাটে নদীর পানি বেড়েছে 

বঙ্গপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বাগেরহাটের নদ-নদী ও খালের পানি বেড়েছে।

মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা থেকে শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, মোংলার পশুর, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সব নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে এক দেড়-ফুট বেড়েছে।

পানগুছি নদীর তীরের বাসিন্দা মো. মোশাররফ হোসেন বলেন, ‘সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি আরও বাড়তে পারে। আমরা ধারণা করছি, দুপুর নাগাদ আরও দুই-তিন ফুট পানি বাড়বে।’

শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য হালিম শাহ বলেন, ‘সকাল থেকে জোয়ারের পানি বাড়ছে। গতকালের থেকে অন্তত ২ ফুট পানি বেড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্কও বাড়ছে।’

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, ‘সর্বশেষ পূর্ণ জোয়ারে বাগেরহাটের বিভিন্ন নদীতে সমুদ্র পৃষ্ঠ থেকে পানির উচ্চতা ছিল দুই দশমিক ১০ মিটার। এখনও পূর্ণ জোয়ার হয়নি। এখন এক দশমিক ৩৮ মিটার পানি রযেছে। দুপুর ১২টা নাগাদ পূর্ণ জোয়ারে এই পানির লেভেল আরও বাড়তে পারে। তবে কী পরিমাণ পানি বাড়বে, এটা বিপৎসীমা অতিক্রম করবে কিনা এই মুহুর্তে বলা যাচ্ছে না।’  

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ শক্তি বাড়াচ্ছে

দিঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’