বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলায় আগামী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কাদের মির্জার ভাগনে মাহবুবুর রশীধ মঞ্জু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই হরতাল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সেতুমন্ত্রীর ভাগনা স্থানীয় আ.লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত।
উল্লেখ্য, শনিবার সকাল ৯টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত গাড়িতে করে আ.লীগ নেতা আলালসহ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাত্রা পথে বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে কাদের মির্জা তার ৪০-৫০ জন অনুসারী তাকে হামলা করে বলে অভিযোগ ওঠে।