করোনাভাইরাস সংক্রমণরোধে মানিকগঞ্জসহ দেশের সাত জেলায় কঠোর লকডাউন জারি করা হয়েছে।
সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারে ফেরি চালু থাকবে।
সোমবার (২১ জুন) রাত পৌনে নয়টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন চলাচল করতে পারবে, সেসব যানবাহন পারাপারে ফেরি চলাচল করবে। তবে এ বিষয়ে বিআইডব্লিটিসি আলাদাভাবে এখনও কোনো নির্দেশনা দেয়নি। রাতের পর আলাদাভাবে নির্দেশনা আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারে ১৬টি ফেরি থাকবে। জরুরি যানবাহনের চাপ বেশি থাকলে সবগুলো ফেরি চলবে। তবে যানবাহনের চাপ যদি কম থাকে তাহলে সে অনুযায়ী কম ফেরি চলবে।’