কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পলাতক আসামি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেছেন।
১০ মাসের বেশি সময় পলাতক থাকার পর বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনার পর থেকে টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেব দীর্ঘদিন পলাতক ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন > মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ আসামি ফের ৩ দিনের রিমান্ডে
মেজর সিনহা হত্যা: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো
জামিন পেয়েছেন শিপ্রা, সিফাতের আদেশ সোমবার
শিপ্রার বিরুদ্ধে পুলিশের মামলা: তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি