সারা বাংলা

সিলেট বিভাগে মৃত্যুহীন দিনে সর্বোচ্চ শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় (২৭ জুন সকাল থেকে ২৮ জুন সকাল) ৭৬১ জনের নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের করোনা শনাক্ত পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৭৪ শতাংশ। যা বিভাগে একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। অবশ্য, এ সময়ে বিভাগে কোনো মৃত্যু হয়নি।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে সোমবার (২৮ জুন) বিকেলে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ সময়ে বিভাগের চার জেলায় হাসপাতালে ও বাসায় আইসোশেলনে থাকা ১০৯ জন করোনা থেকে মুক্তি পান বলে এতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলার। এ জেলায় ১৪২ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়াও মৌলভীবাজারে ৪৭ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ২৫ জন রয়েছেন। এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনেরও পজিটিভ ধরা পড়েছে এই সময়ে।

সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬২ জনে। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৬ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৯৫২, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৬৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগের চার জেলায় মোট শনাক্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৮১৭, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৬০৭ জনের সুস্থ হয়েছেন।

এ ছাড়া সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সবমিলিয়ে ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হয়।

শনাক্তের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ১ জন হাসপাতালে ভর্তি হন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৭ জন। আর বাকিরা বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, করোনা নিয়ন্ত্রণে সারা দেশের মতো সিলেটেও সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্লাহ তাহের।

পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।