চট্টগ্রাম মহানগরীকে কঠোর লকডাউন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১২ জন ম্যাজিট্রেট মাঠে থাকবেন। এই ম্যাজিট্রেটগণ নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
এছাড়া নগরজুড়ে থাকবে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের ৭টি সেনা টহলদল। চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান বুধবার (৩০ জুন) রাতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউন প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করবেন। এই সময় কেউ বিনা কারণে বাসার বাইরে আসলে অথবা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ দোকানপাট, শপিংমল খোলা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
কোন এলাকায় কোন ম্যাজিট্রেট দায়িত্ব পালন করবেন- জেলা প্রশাসন জানায়, চট্টগ্রাম নগরীর বাকলিয়া-চকবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত, খুলশী এলাকায় ইনামুল হাসান, কোতোয়ালী এলাকায় মো. উমর ফারুক, বায়েজিদ এলাকায় জিল্লুর রহমান, পাঁচলাইশ-চান্দগাঁও এলাকায় রেজওয়ানা আফরিন, হালিশহর এলাকায় মাসুদ রানা, বন্দর-ডবলমুরিং এলাকায় নূরজাহান আকতার সাথী, আকবরশাহ-পাহাড়তলী এলাকায় ফাহমিদা আফরোজ ও বায়েজিদ এলাকায় প্লাবন কুমার বিশ্বাস দায়িত্ব পালন করবেন।
অপরদিকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দায়িত্বপূর্ণ এলাকায় মাঠে থাকবে ২৪ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সেনাবাহিনীর ৭টি টহল টিম এবং দুটি চেক পোস্ট লকডাউন নিশ্চিত করতে মাঠে থাকবে।