সারাদেশের ন্যায় পঞ্চগড়ে চলমান কঠোর বিধিনিষেধের পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলার সকল পশুর হাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (৪ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোনভাবেই গরুর হাট বসানো যাবে না বলে জানা গেছে। তবে কেউ যদি ডিজিটাল প্লাটফরম অনলাইনে গরু বিক্রির উদ্যোগ নেয় তবে তাদের উৎসাহিত করা হবে।
শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম রাইজিংবিডিকে এসব জানিয়েছেন।
তিনি বলেন, পঞ্চগড়ে করোনার সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পঞ্চগড় সদরের ৫টি গরুর হাটসহ জেলার মোট ১১টি গরুর হাট রোববার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তিনি।
এর আগে, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভায় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় রাজনগর গরুর হাটের ইজারাদার মোশারফ হোসেন উপস্থিত থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।