করোনার মধ্যে ২৪ কেজি ওজনের বাঘাইড় মাছ নিয়ে ক্রেতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে।
বৃহস্পতিবার (৮ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইন থেকে একটি পিকআপে করে বেশকিছু মাছ বিক্রির জন্য টাঙ্গাইলে যাওয়ার পথে মির্জাপুরে আটকে পড়ে। পরে পোস্টকামুরি চেয়ারম্যান বাড়ির সামনে পিকআপ থামিয়ে সেখানেই মাছ বিক্রির জন্য নেমে পড়েন জেলেরা। পরে স্থানীয়দের পরামর্শে তারা মির্জাপুর প্রধান মসজিদের মার্কেটের সামনে মাছ নিয়ে বসলে সেখানে উৎসুক জনতা ভিড় করেন।
মাছ ব্যবসায়ী আসাদ মিয়া বলেন, আমরা হাওরের মাছ টাঙ্গাইলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু রাস্তা বন্ধ জেনে এখানেই বিক্রির জন্য পিকআপ থেকে নেমে পড়ি। এখানে বিক্রি করতে না পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। প্রায় তিন লাখ টাকার মাছ ছিল।
আসাদ মিয়া বলেন, ২৪ কেজি ওজনের বাঘাইড় ছাড়াও বোয়াল, রুই, কাতলা, বাইলাসহ বিভিন্ন ধরনের মাছ ছিল। পানির দামে বিক্রি করতে হচ্ছে। কয়েকজন মিলে বাঘাইড় মাছটি কিনে নিয়েছেন। প্রতি কেজি ৭০০ টাকা হিসেবে বাঘাইড়টি ১৬,৮০০ টাকা বিক্রি করেছি। স্বাভাবিক সময় হলে এই বাঘাইড়টি ৩০ হাজার টাকা বিক্রি করা সম্ভব হতো।
তিনি আরও বলেন, ৬ থেকে ৭ কেজি ওজনের এক একটি বোয়লের দাম ৪,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা বিক্রি হতো। সেই মাছ অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে।