হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে শিকারির কবল থেকে উদ্ধার হওয়া নানা প্রজাতির নয়টি পাখি অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস এলাকায় ওইসব পাখি অবমুক্ত করা হয়। হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী এ সব পাখি অবমুক্ত করেন। শিকারির কবল থেকে উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ছিল একটি পাতি শরালি, একটি ডাহুক, তিনটি ঘুঘু ও চারটি শালিক পাখি।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সোমবার (১২ জুলাই) দিনব্যাপি মাধবপুর উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে ওইসব পাখি উদ্ধার করা হয়।