সারা বাংলা

কুমিল্লার খামারিদের কপালে চিন্তার ভাঁজ 

কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশব‌্যাপী কঠোর লকডাউন চলছে। ফলে সারাদেশের মতো কুমিল্লাতেও কোরবানির পশুর হাট নিয়ে খামারিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

খামারের এসব গরু মোটাতাজা করতে ঘাসসহ দানাদার খাবার খাওয়ানো হয়েছে। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ খাবার খাওয়ানো হয়নি বলে দাবি পরিচর্যাকারীদের।    গরু বিক্রি নিয়ে কুমিল্লার খামারিরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। এসব খামারিদের বেশিরভাগ খামারে পড়ে আছে কোটি টাকার গরু। কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে লালন-পালন করা এসব গবাদিপশু বিক্রি করতে না পারলে চরম ক্ষতির মুখে পড়বেন তারা।

করোনা সংক্রমণ এড়াতে গত বছরের মতো এবারও অনলাইনে গবাদিপশু বেচাবিক্রি শুরু হয়েছে। অনেকে এরই মধ্যে অনলাইনে কোরবানির জন্য পশু কিনতে শুরু করেছেন। 

তবে জেলার বেশিরভাগ খামারি এখনো অনলাইনে গবাদিপশু বিক্রিতে অভ্যস্ত হয়ে ওঠেননি। এ বিষয়ে জেলা প্রশাসনের প্রত‌্যক্ষ সহায়তা পেলে হয়তো খামারিরা উপকৃত হতো।