সারা বাংলা

ঢাকা-চট্টগ্রাম সড়কে যানজট নেই, চলাচলে স্বস্তি 

আর মাত্র একদিন পরেই কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে গণপরিবহনের চাপ থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ রয়েছে পুরোপুরি স্বস্তিতে। অথচ এই অংশে অধিকাংশ সময় যানজট লেগে থাকে।

মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটার এলাকা যানজটমুক্ত থাকায় যাত্রীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে না। পাশাপাশি পণ্য ও পশুবাহী গাড়ি চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে না। সোমবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপদ যাত্রা ও মহাসড়ককে যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রস্ততি রয়েছে। হাইওয়ে পুলিশের ১০টি পেট্রল টিম, দুটি কন্ট্রোল রুম এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নিতে রাখা হয়েছে পাঁচটি রেকার। এছাড়াও সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে তাদের চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। 

সোমবার দুপুরে বিষয়গুলো নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ, কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, মহাসড়ক যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে দাউদকান্দির গৌরপুর, চান্দিনা, ইলিয়টগঞ্জ, নিমসার বাজার, সদর দক্ষিণের সুয়াগাজী ও চৌদ্দগ্রাম উপজেলা সদরে যাতে যানবাহনের জট না লাগে সেই জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঈদ উপলক্ষে সাধারণ মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে হাইওয়ে পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘আমরা চেষ্টা করছি, মহাসড়কের যানজট তো দূরের কথা, কোথায়ও যেন জটলাও না বাধে।’ 

কুমিল্লা থেকে ঢাকাগামী বাসযাত্রী সিরাজুল ইসলাম বলেন, সকালে বাসে করে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন। মহাসড়কের কুমিল্লা অংশের কোথাও যানজট নেই। শুধু নারায়ণগঞ্জের মদনপুরে কিছুটা জট ছিল। 

ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী রয়েল পরিবহনের বাসচালক দেলোয়ার হোসেন, এশিয়া পরিবহনের বাস চালক আবুল কাসেম বলেন, মাত্র দুই থেকে সোয়া ২ ঘণ্টায় ঢাকা-কুমিল্লায় আসা-যাওয়া করা যাচ্ছে। বিশেষ করে মহাসড়কের কুমিল্লা অংশে কোনো যানজট নেই। যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন তারা।