সাভারের আশুলিয়ায় অবৈধভাবে দখল করা বাউন্ডারির ভেতর অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে আশুলিয়ার উষা পল্ট্রি এলাকার মতিনের দখল করা বাউন্ডারির ভেতর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার বনগ্রাম এলাকার জিন্নাত আলীর ছেলে জাকির হোসেন (২১) ও একই এলাকার ছোলাইমান হোসেনের ছেলে মো. আজাদ (২৫)।
জানা গেছে, মতিন নামের এক ব্যক্তি দখল করা জমির ভেতর দীর্ঘ দিন থেকে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আসছে। সেই অবৈধ বিদ্যুতের লাইন থেকে সিকিউরিটি লাইটের স্টিলের খুঁটি বসাতে গেলে পাশে থাকা বিদ্যুতের সংযোগে স্পর্শ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মতিন নিজের গাড়ি করে তাদের মরদেহ সাভার সুপার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার হামিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনা শোনার পর ঘটনা স্থল পরিদর্শনে গিয়ে জানা গেছে- পাঁচ-ছয় জন লোক মিলে একটি সিকিউরিটি লাইটের খুঁটি বসাচ্ছিল। সেসময় পাশে থাকা দুই হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে গেলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি চার জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার সুপার হাসপাতালের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমাদের হাসপাতালে আসার আগে সেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ এসে তদন্ত করে দেখেছেন বিষয়টি।’
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘জাকির ও আজাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’