সারা বাংলা

যেমন কাটে প্রবাসীদের ঈদ

সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন সিলেটের কানাইঘাটের চতুল মাদানীনগরের বাসিন্দা সামছুল হক। অবসরকালীন ভাতায় চলে যায় হাত-খরচ। তার দুই ছেলে। দুজনই থাকেন প্রবাসে। তারা বাবাকে অর্থকড়ির অভাব বুঝতে দেন না। তবুও তার মনে আনন্দ নেই, রয়েছে নিঃসঙ্গতার ছাপ। বিশেষ করে ঈদসহ নানা উৎসবে ছেলেদের কাছে না পাওয়ার পরিবার নিয়ে মনোকষ্টে ভোগেন তিনি।

তিনি বলেন, ‘আমার দুই ছেলের একজন গ্রীসে আর একজন কাতারে রয়েছে। তারা সেখানে ভালো অবস্থানে রয়েছে। টাকাকড়িও ইনকাম করতেছে। বিদেশ যাওয়ার পর থেকে আমি খুবই নিঃসঙ্গ মনে করি। বিশেষ করে ঈদসহ নানা উৎসবে। তবে আমি মন থেকে শান্তি পাই এই ভেবে, তারা বিদেশে থেকে টাকা পয়সা দিয়ে আমাদের সুখে রাখার চেষ্টা করছে। কষ্ট ভুলিয়ে রাখতে চায়।’

সিলেট জেলা জুড়ে বেশিরভাগ পরিবারে কোনো না কোনো সদস্য প্রবাসে রয়েছেন। এ কারণে ঈদসহ নানা উৎসবে তাদের শুন্যতা ভোগেন পরিবারের অন‌্য সদস্যরা। বন্ধু আর স্বজনরাও তাদের মিস করেন। যদিও প্রযুক্তির কল্যাণে ভিডিও কলিংয়ের মাধ্যমে আলাপন আর খোশগল্প হয়। তবু পরিবার-পরিজন নিয়ে ঈদ করার আনন্দ থেকে বঞ্চিত থাকেন প্রবাসীরাও। আর তাদের পাশে না পাবার শুন্যতাও অনুভব করেন তাদের স্বজনরা।

সিলেট নগরের ফাহিম আহমদ বলেন, ‘আমার অনেক আত্মীয় এবং বন্ধু-বান্ধব প্রবাসে আছেন। ঈদের দিনে তাদের মিস করি খুব। ঈদের দিনে তাদের সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে যোগাযোগ হয়, তবে তাদের শুন্যতা পূরণ করা যায় না। সেই শৈশবের স্মৃতিগুলো এখন মনে পড়ে। তবে এখন হয়ত জীবিকার তাগিদের কারণে তারা দেশে নেই। ভবিষ্যতে বার্ধক্যকালে একেবারে চলে আসবেন। তখন হয়তো আবার আগের মতো সকলেই একত্রিত হয়ে আনন্দ করতে পারব। সেই আশাও করি।’

অনেক প্রবাসী ঈদের সময় ছুটি কাটাতে দেশে আসেন। তবে করোনা মহামারির কারণে এ বছর ঈদে খুব কম সংখ্যক প্রবাসী দেশে এসেছেন। আর অনেকেই আবার বেশ কয়েক বছর ধরে দেশে আসতে পারেননি। তবে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পেরে তারা দূরে থেকেও আনন্দিত। 

২০১৮ সালে রাশিয়া থেকে ফ্রান্স যান জৈন্তাপুরের দরবস্তের বাসিন্দা ফরহাদুজ্জামান ফাহাদ। এখন পর্যন্ত দেশে ফেরা হয়নি তার। এ সময়ে পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থেকে ছয়টি ঈদ কেটেছে তার। ভিডিও বার্তায় তিনি রাইজিংবিডিকে বলেন, ‘জীবন-জীবিকার তাগিদে পরিবার থেকে অনেক দূরে আছি। প্রবাসে কাটাতে হচ্ছে ঈদ। প্রবাসের ঈদ মানে কষ্ট, তারপরেও আমাদের সকল দুঃখ কষ্ট নিয়েই ঈদ উদযাপন করতে হয়।’

তিনি আরও বলেন, ‘ঈদের দিনে ভিডিও কলের মাধ্যমে সবার সাথে কথা বলে শুভেচ্ছা জানিয়ে সেই দুঃখ কিছুটা হলেও ভুলে থাকতে চাই। কোভিট-১৯ এর কারণে পৃথিবী কঠিন মুহূর্ত পার করছে। দোয়া করি পৃথিবী আবার ফিরে আসুক আগের স্থানে। ভালো থাকুকন্বে স্বজনরা। সেই দোয়াই করি। ঈদ মোবারক।’

এহিয়া আহমদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। পরিবারের বড় ছেলে তিনি। সাংবাদিকতা পেশা ছেড়ে গত জানুয়ারিতে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। তিনি বলেন, ‘আসলে প্রবাসীদের জীবনে ঈদ খুশি এরকম কোনো শব্দ নেই। পরিবার পরিজন ছাড়া কোনো ঈদ খুশির হয় না। আমাদের এখানের ঈদ হলো ফোনে বা ভিডিওকলে মায়ের সাথে দুয়েক মিনিট কথা বলা। পরিবারের সকলের সাথে হাসিখুশিতে কথা বলে আবার কাজে লেগে যাওয়া।’

প্রবাসীদের ঈদের আনন্দকে এলার্মবিহীন ঘড়ির সাথে তুলনা করেছেন স্পেন প্রবাসী তরুণ মোহাম্মদ মুবিন খান। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। 

তিনি বলেন, ‘এলার্ম ছাড়া ঈদের দিন খুব বেশি ঘুমানো যায়। এটাই প্রবাসীদের ঈদ। দেশে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে ঈদ পালনের আনন্দ এখানে নেই। তাদের সাথে হাসিমুখে ভিডিওকলে কথা বললেও সেই আমেজ মিস করি। এসব কিছুর মাঝেও দেশে অবস্থানরত সকলের খুশিই প্রবাসীদের প্রধান চাওয়া।’ 

সৌদি প্রবাসী আরেক তরুণ আবু সুফিয়ান মোহাম্মদ তাহের বলেন, ‘প্রবাসীদের ঈদ মানেই কষ্টের ঈদ। স্বজনদের ছাড়া ঈদের কষ্ট একমাত্র প্রবাসীরাই অনুভব করতে পারে। ঈদের দিনে অনলাইনেই পরিবারের সদস্যদের সাথে কথা হয়। আর এর মাধ্যমেই কিছু কষ্ট দূর করার চেষ্টা করি।’ 

প্রবাসীরা বলছেন, জীবিকার তাগিদে তারা দেশ ছেড়ে প্রবাসে গেছেন। তাদের পরিবারের উন্নত জীবনের পাশাপাশি রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়নেও তারা অবদান রাখছেন। দেশে রেখে যাওয়া স্বজনদের মুখে হাসি দেখে তারা সব কষ্ট ভুলে যান। দূরে থাকলেও প্রযুক্তির কল্যাণে সবসময় সবার সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথাবার্তা হয়।