সারা বাংলা

বরিশালে প্রতিপক্ষের হামলা: এবার ছেলের মৃত্যু

বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবা দেলোয়ার হোসেন তালুকদারের মৃত্যুর ১০ দিন পর তার বড় ছেলে বিপ্লব তালুকদারের (৩৭) মৃত্যু হয়েছে।   

শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা সিরাজুল হক।

মামা সিরাজুল হক বলেন, গত ২৯ জুলাই সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে গুরুতর জখম করে। ওই দিন হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার হোসেন (৭৫) মারা যায়।

আহতদের মধ্যে বিপ্লব তালুকদার, তার স্ত্রী রোজিনা আক্তার, ভাই সোহাগ তালুকদারের অবস্থা অশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লবের মৃত্যু হয়।

রোজিনা ও সোহাগ তালুকদার এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সিরাজুল হক।   

উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ জানান, এই ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে এজাহার নামীয় চার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আলী আরশাদ।