সারা বাংলা

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় জোহর আলী (৪৮) নামে এক ব্যক্তি ও তার ছেলে আক্তারুজ্জামান (২২) মারা গেছেন।

রোববার (৮ আগস্ট) বিকেলে ঝিকরগাছা উপজেলার বল্লা কলোনিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  

জোহর আলী ও তার ছেলে ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেলে ঝিকরগাছা শহরের দিকে যাচ্ছিলেন। বল্লা কলোনিপাড়া এলাকায় বাঁকড়াগামী একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন। ছেলে আক্তারুজ্জামানকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তিনিও মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপ-চালক পালিয়ে গেছে। তবে, পিকআপটি স্থানীয় শিওরদহ পুলিশ ক্যাম্পে রয়েছে। এছাড়া, নিহতের পরিবার দুর্ঘটনার বিষয়ে মামলা করতে চান না। তাছাড়া পোস্টমর্টেম ছাড়া তারা মরদেহ নিয়ে যাওয়ার জন্যে আবেদন করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।