সারা বাংলা

আবারও বাবুল আক্তারের জামিন আবেদন নাকচ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন দ্বিতীয় দফায় নাকচ করেছেন আদালত।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ১০ আগস্ট বাবুল আক্তারের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। 

বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘দ্বিতীয় দফায় বুধবার বাবুল আক্তারের জামিন চেয়ে দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছিলো। আজ নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেছেন। এ ব্যাপারে পরবর্তীতে উচ্চ আদালতে আবেদন করা হবে।’ 

উল্লেখ্য, স্ত্রী মিতু হত্যা মামলায় বাদি থেকে প্রধান আসামি হয়ে গত ১২ মে থেকে কারাগারে আছেন এক সময়ে আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। স্বামী বাবুল আক্তারের ভাড়াটে খুনিরা মিতুকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।