সারা বাংলা

সেতুর নিচে ভাসছিল নবজাতকের মরদেহ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ সেতুর নিচ থেকে এক দিনের নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানা পুলিশ পরিদর্শক (এসআই, তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান খান। এসআই  জানান, ফকির মজনু শাহ সেতুর নিচ থেকে একটি নবজাতক শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একদিনের মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই আরও জানান, কে বা কারা নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।