রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২২ কেজি ওজনের পাঙ্গাশ ধরা পড়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে পাবনা জেলার কাজির হাট এলাকার জেলে পরাণ হালদারের জালে এই বিশাল পাঙ্গাশটি ধরা পড়ে।
পরাণ হালদার মাছটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশের মো. দুলাল চালাকের মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪শ টাকা কেজি দরে মোট ৩০হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় পাঙ্গাস মাছটি পেয়ে কিনে নেই। পরে মাছটি কেজি প্রতি ১শ টাকা লাভে বিক্রি করে দিয়েছি। অনেক দিন পর একটি মাছ বেশি লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।
তার কাছ থেকে ঢাকার এক শিল্পপতি মাছটি কিনে নেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এই ভরা বর্ষা মৌসুমে এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ নানান মাছ পাওয়া যাচ্ছে।