ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে লাশ হলেন মা।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে জেলার বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের সাথে ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় অঞ্জনা বিশ্বাস (৩০), তার কন্যা ত্রিদিবা বিশ্বাস (আড়াই বছর) মৃত্যু হয়। এই ঘটনায় মৃত অঞ্জনা বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (১৭) ও মেয়ে মন্দিরা বিশ্বাস (৬) জীবিত উদ্ধার হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের আদমপুর গ্রামের পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার প্রবাসী ভাই হরিপদ বিশ্বাসকে দেখতে বাবার বাড়ি জেলা শহরের গোকর্ণ ঘাটে যাচ্ছিলেন।
পথিমধ্যে লইসকার বিলে বালু বোঝাই ট্রলারের সাথে ধাক্কায় নৌকা ডুবে যায়। অঞ্জলি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নৌকার ভিতরে অবস্থান করছিলেন। নৌকাডুবির সাথে সাথে অঞ্জলি তার মেয়ে মন্দিরাকে নৌকার ফাঁক দিয়ে বালু বোঝাই ট্রলারে থাকা লোকদের হাতে তুলে দেন। মন্দিরাকে বের করে দিতে পারলেও অঞ্জলি ও তার আড়াই বছরের কন্যা ত্রিদিবা বিশ্বাস আর নৌকা থেকে বের হতে পারেনি। ছেলে সৌরভ এক ফাঁকে নৌকা থেকে বের হয় সাঁতরে কূলে চলে আসে।
মৃত অঞ্জলির কন্যা মন্দিরা বিশ্বাস ভয়ে ও কান্না জড়িত কন্ঠে বলে, ‘নৌকা যখন ডুবে যায় মা তখন আমারে নৌকার ভিতর থেকে ঠ্যালা (ধাক্কা) দিয়ে একটা লোকের কোলে দিয়ে দেয়।’