সারা বাংলা

৪০ ঘণ্টা পর উদ্ধার সেই ডুবে যাওয়া নৌকা

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে ডুবে যাওয়া নৌকাটি প্রায় ৪০ ঘণ্টা পর আজ রোববার (২৯ আগস্ট) সকাল ১১টায় উদ্ধার করা হয়েছে। 

এদিকে আজ সকাল ৮টা থেকে ডুবুরি দলের সহায়তায় স্থানীয় পদ্ধতিতে চেন টেনে নৌকাটি উদ্ধার কাজ শুরু হয়। তবে নৌকা উদ্ধারের পর ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি। 

গত শুক্রবার (২৭ আগস্ট) বিকালে বিজয়নগরের চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটমুখী যাত্রীবাহী একটি নৌকা বালুবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংর্ঘষে ডুবে যায়। এতে ২২ জনের মৃত্যু হয়।  দুর্ঘটনার পর থেকে বিল পাড়ে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে। আজ নৌকা উদ্ধার অভিযান দেখতে সেখানে শত শত মানুষ ভিড় জমিয়েছেন।

উদ্ধার অভিযান তদারকি করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। তার সাথে প্রশাসন এবং জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করেন। ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।