রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দুই আক্রান্তের মৃত্যু হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৯২৭ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুরের ২৭, ঠাকুরগাঁওয়ে ২৫, দিনাজপুরে ১৫ জন, কুড়িগ্রামে ১১ জন, পঞ্চগড়ে ১১ জন, নীলফামারীতে ৯ জন, লালমনিরহাটে আট জন ও গাইবান্ধায় ছয় জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮ শতাংশ।
সর্বশেষ দুজনসহ রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯৫ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এ জেলায় সর্বোচ্চ ৩১৯ জন মারা গেছেন। রংপুর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৮৫ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় সবচেয়ে কম, ৬১ জন মারা গেছেন।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) বিভাগে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং মারা গেছে পাঁচ জন।