দিনাজপুরের বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের মোরজিনা বেগম স্বপ্ন দেখেছিলেন একটি সরকারি ঘরের।
মোরজিনা বেগমের অভিযোগ, স্বপ্নে দেখা ঘরটি পেতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে ধারদেনা করে এনজিও থেকে ঋণ নিয়ে ৪০ হাজার টাকা দিয়েছেন কিন্তু ঘর পাননি। উল্টো ধারদেনার টাকা পরিশোধ করতে হিমসিম খাচ্ছেন বলে জানান।
মোরজিনা জানান, ঘরে তার দুই মেয়ে আর এক ছেলে। স্বামী আবু সাইদ অনেক আগে তাকে ছেড়ে চলে গেছে। বহু কষ্টে ছেলে-মেয়েদের মানুষ করছেন তিনি। বড় মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, অর্থের অভাবে বিয়ে দিতে পারছেন না মেয়েকে।
অন্যদিকে ছোট কুঁড়েঘরে সন্তানদের নিয়ে তার কষ্টে বসবাস। একটু ঝড়-বৃষ্টি হলেই ঘর নড়বড় করে, প্রতিনিয়ত ছেলে-মেয়েদের নিয়ে আতঙ্কে থাকতে হয়।
অনেক আশা ছিলো সরকারের দেওয়া পাকা ঘরে ছেলে-মেয়েদের নিয়ে নিরাপদে বাস করবেন। তাই মানুষের কাছে ধারদেনা আর এনজিও'র নিকট কিস্তি নিয়ে ৪০ হাজার টাকা জোগাড় করে স্থানীয় চেয়ারম্যানের নিকট পাঠান। কিন্তু সে আশা তার আজো পূরণ হয়নি। স্বপ্নে দেখা ঘরের খোঁজে আজো তাকে কাটলা ইউনিয়ন পরিষদে ঘুর ঘুর করতে দেখা যায়।
ইউনিয়ন পরিষদে দেখা হয় মোরজিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, হারা গরীব মানুষ, স্বামী নাই, অনেক কষ্ট করে ছোলপল মানুষ করুছু। ঘরদুয়ার নাই, চেয়ারম্যান মোক সরকারি ঘর করে দিবি। এই তঙ্কে চেয়ারম্যানের শালা শহিদুলের হাতে চায়েচিন্ত ৪০ হাজার টাকা চেয়ারম্যান নাজিরের কাছে দেউ। চেয়ারম্যান মোক কইছিলো তোমার কাগজপাতি সব হয়ে গেইছে, এক সপ্তাহের মধ্যে কাজ হবে। তিন বছর হলো, কিন্তু আজ পর্যন্ত চেয়ারম্যান মোর ঘরের ব্যবস্থা করে দিলি না। মোর মতো গরীব মানুষক, আর কত কষ্ট করবা নাগবে?
টাকা নিয়ে মোরজিনাকে ঘর কেন দিচ্ছেন না, এমন প্রশ্ন করলে, কাটলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন রাইজিংবিডিকে বলেন, আমি তার নিকট কোন টাকা নেইনি। এগুলো মিথ্যা এবং বানোয়াট।
এবিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, আমি এবিষয়ে অবগত নই এবং কেউ আমাকে অভিযোগ করেনি। তবে আমার নিকট অভিযোগ করলে আমি এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।