ফরিদপুরের নদ-নদীর পানি ২০ দিন যাবৎ বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার পাঁচ উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এবং ৪৪টি বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে গেছে।
করোনার ভয়াবহতার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর স্বল্প পরিসরে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্যার পানিতে তলিয়ে যাওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘জেলার সদর, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন ও মধুখালী উপজেলায় ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। আরো পাঁচটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মধ্যে পানি রয়েছে। ’
তিনি আরো বলেন, ‘১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার কথা থাকলেও ওই সব প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার বিষয়ে চিন্তায় আছি। তবে আশার খবর হলো গত দুই-তিন দিন ধরে বন্যার পানি কমতে শুরু করেছে, যদি পানিবন্দি বিদ্যালয়গুলো ক্লাস শুরুর উপযোগী হয় তাহলে নির্ধারিত দিনে বিদ্যালয় চালুর পরিকল্পনা আছে। ’
বুধবার সরেজমিনে ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি রয়েছে।
এই উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, পুরাপুরিভাবে পানি নেমে না যাওয়া পর্যন্ত বিদ্যালয়গুলোতে ক্লাস চালু সম্ভব না।
এদিকে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, ইউনিয়নের রমেশবালাডাঙ্গি গ্রামে অবস্থিত মন্ডলডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে পানি উঠেছে। পানি না কমলে ওই স্কুলে ক্লাস শুরু করা সম্ভব হবে না।
সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, তার ইউনিয়নের পদ্মারচর মাধ্যমিক বিদ্যালয় ও কামারডাঙ্গি এলাকায় অবস্থিত ফেরদৌসী মোহন মিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের মাঠেও পানি জমে রয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘আমরা পানিবন্দি স্কুল গুলোর নিয়মিত খোঁজ রাখছি। যেহেতু বন্যার পানি কমতে শুরু করেছে, অল্প কিছু দিনের মধ্যে স্কুলগুলো থেকে পানি নেমে যাবে।’