গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যান থেকে এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুনীর হাতের রগ কাটা ছিলো। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুরের মাস্টারবাড়ি বন বিভাগের অফিসের পাশে ভাওয়াল জাতীয় উদ্যানে এক তরুনীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ওই তরুনীর ডান হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে রগ কাটা ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর সন্ত্রাসীরা তরুণীর লাশ ওই স্থানে ফেলে যায়।