চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বাস্তস্টেশন এলাকার একটি হোটেলের হল রুম। পরিবহন শ্রমিক ও নেতৃবৃন্দের সামেন নানা দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখছিলেন পরিবহন শ্রমিক নেতা আবু তাহের। বক্তব্য শুরুর মাত্র দেড় মিনিটের মধ্যেই একবার তিনি খাবার পানি চেয়ে নেন। দাঁড়িয়েই সেই পানি পান করেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ঢলে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী বাস স্টেশনে হোটেল জামানের হল রুমে এই ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিষয়টি জানিয়েছেন।
প্রয়াত আবু তাহেরের বাড়ি হাটহাজারী উপজেলার নন্দির হাট এলাকায়।
সাধারণ সম্পাদক জানান, বৃহস্পতিবার রাতে হাটহাজারী বাস স্টেশনে হোটেল জামানের হল রুমে শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত সভায় তিনি বক্তব্য রাখছিলেন। সভায় বক্তব্য দিতে দিতেই মারা গেছেন শ্রমিক নেতা আবু হাতের। তিনি এই সংগঠনের একজন প্রভাবশালী নেতা। শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সব সময় সোচ্চার থাকেন। একজন সুস্থ মানুষ বক্তব্য দিতে দিতে আকস্মিক মৃত্যুর ঘটনায় এই শ্রমিক সংগঠনের সকলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।