জয়পুরহাট সদর উপজেলায় ভবঘুরে এক মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যাশিশু।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কুমড়াপাড়া এলাকায় রাস্তার পাশে শিশুটির জন্ম দেন ওই নারী। তবে শিশুর বাবা কে, সে প্রশ্নের জবাব মেলেনি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, কুমড়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক ভারসাম্যহীন নারীর প্রসব বেদনা ওঠে। ওই নারী চিৎকার করতে শুরু করলে স্থানীয় নারীরা এসে তার সন্তান প্রসবের ব্যবস্থা করে। পরে ওই নারী একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেন।
ওসি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই নারী ও নবজাতককে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই সন্তান প্রসব করেন। বর্তমানে ওই নারী সুস্থ আছেন। কিন্তু শিশুটি অপরিপক্ক ও কম ওজনের হওয়ায় তাকে কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তিন দিন না যাওয়া পর্যন্ত শিশুটি আশংকা মুক্ত নয়।