মাগুরার মহম্মদপুর উপজেলায় বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর পরীক্ষা না দিয়ে উধাও হয়ে গেছে সাদিয়া খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মহম্মদপুর সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অর্থনীতি পরীক্ষা দিতে আসে ওই ছাত্রী। এরপর থেকেই নিখোঁজ রয়েছে সাদিয়া।
সাদিয়া উপজেলার বালিদিয়া ইউনিয়নের চর বড়রিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার মেয়ে। সে সদরের মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। জাঙ্গালিয়া গ্রামে নানা সিরাজুল ইসলাম সিরু মিয়ার বাড়িতে থেকে সে পড়ালেখা করত।
সাদিয়ার বাবা শাহজাহান মিয়া জানান, মেয়েকে তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে চায়ের দোকানে অপেক্ষা করছিলেন। পরীক্ষা শুরুর কিছু সময় পর মেয়ের স্কুলের প্রধান শিক্ষক ফোন করে জানায় সাদিয়া পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত। তারপর আত্মীয় স্বজনদের বিষয়টি জানাই। সারাদিন খোঁজাখুঁজি করেও সাদিয়ার কোনো সন্ধান পায়নি। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব এ.কে.এম নাসিরুল ইসলাম বলেন, মেয়েটি আগের দুই বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। আজ অর্থনীতি বিষয়ের পরীক্ষার দিন সে অনুপস্থিত ছিল।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ আসেনি।’