গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘ, সিংহ আর জেব্রার মৃত্যুর পর এবার বিরল প্রজাতির বন্যপ্রাণী লেমুরের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বলেন, গত শুক্রবার বিকালে অজ্ঞাত কারণে লেমুরটি মারা গেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি লেমুর উদ্ধার করা হয়। পরে সাফারি পার্কে অবমুক্ত করা হয়। সেখানে এই জুটি ২টি শাবকের জন্ম দেয়। সেখান থেকেই একটি লেমুর মারা যায়।