মাগুরা শহরের ভায়না মুন্সিপাড়া এলাকায় শয়নকক্ষ থেকে ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা বেগম ওই এলাকার ওহিদুজ্জামান অনু মুন্সির দ্বিতীয় স্ত্রী।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে মাগুরা সদর থানা পুলিশ।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ রাত পৌনে ৮টার দিকে গৃহবধূর শয়নকক্ষ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরিবারিক রিরোধের জের ধরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসবাদ করছে। পাশাপাশি হত্যার কারণ অনুসন্ধানে গোয়েন্দা তৎপরতা চলছে।
ওসি আরও জানান, অনু মুন্সি ছয় মাস আগে ফাতেমাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী বড় ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকায় বসবাস করেন। ছোট ছেলে ফয়সাল জামান (৩২) মাগুরায় বাবার কাছে থাকেন। ঘটনার পর থেকে ছোট ছেলে ফয়সালকে পাওয়া যাচ্ছে না।
পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।