গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে এ দেশের জনসাধারণের উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করতে উৎসাহ ও শক্তি জুগিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে স্মারক বক্তব্য উপস্থাপন করেন নজরুল গবেষক এ এফ এম হায়াতউল্লাহ।
অনুষ্ঠানে আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি, জুয়েল আরেং এমপি, মনিরা সুলতানা মনি এমপি উপস্থিত ছিলেন।