সারা বাংলা

৭ দিনেও খোঁজ মিলেনি স্কুলছাত্র রনির 

সাভার পৌরসভার বাসা থেকে বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুলছাত্র রাব্বি আহমেদ রনি (১৮)। 

শনিবার (৪ জুন) সকালে রনির পরিবার জানায়, গত রোববার (২৮ মে) সকালে সাভারের দিলখুশার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি রনি। পরদিন (২৯ মে) সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন রনির পরিবার। 

নিখোঁজ রাব্বি আহমেদ রনি সিলেট জেলার গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এর আনোয়ার হোসেনের ছেলে৷ স্থানীয় স্কুলের দশম শ্রেণির এই শিক্ষার্থী পরিবারের সঙ্গে সাভার পৌরসভা এলাকার দিলখুশায় ভাড়া বাসায় থাকতেন।  

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৮ মে সকালে বন্ধুদের সঙ্গে হেমায়েতপুরে দেখা করতে যাচ্ছে বলে বাসা থেকে বের হয় রনি। এরপর থেকে সকল আত্মীয়র বাসায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। তার ফোনও বন্ধ রয়েছে। তার পরনে ছিলো সাদা শার্ট ও প্যান্ট। 

রনির মা রেহেনা আক্তার বলেন, আমার ছেলে সকালে বলে গেছে আর আসেনি। অনেক জায়গায় তাকে খুঁজেছি, পাইনি। পুলিশের কাছে জিডি করার পর পুলিশও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে না। শেষমেষ র‌্যাবে একটি অভিযোগ দিয়েছি। ছেলে হারিয়ে আমার স্বামীর স্ট্রোক করা মত অবস্থা। ঘটনার ৭ দিন হয়ে গেলেও তার সন্ধান মিলেনি। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, আমরা অনুসন্ধান করছি। নিখোঁজের পরিবারের সাথে কথা বলে সব কিছু বের করার চেষ্টা করছি।