চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শতাধিক দগ্ধ রোগীর চিকিৎসায় দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ছাত্রলীগ।
শনিবার দিবাগত রাত আড়াটার দিকে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির নেতৃত্বে অগ্নিদগ্ধদের জন্য বিপুল পরিমাণ প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসা উপকরণ, খাবার ও পানি নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হন।
ছাত্রলীগ নেতা নুরুল আজিম রণি জানান, এই ভয়াবহ দুর্যোগে আমরা আমাদের সাধ্য অনুযায়ী অগ্নিদগ্ধদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অগ্নিদগ্ধদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা উপকরণ, খাবার ও পানিসহ যা যা প্রয়োজন আমরা হাসপাতালে নিয়ে এসেছি। এছাড়া রোগিদের সেবায়ও আমাদের যা যা করণীয় আমরা করে যাবো।
এই দুর্যোগে মানুষের প্রাণ বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রনি।
এর আগে, রাত পৌনে ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। পরে, সেখানে কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।