সারা বাংলা

দগ্ধদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে সহায়তা করছে র‌্যাব

সীতাকুণ্ডের বিস্ফোরণস্থল থেকে আহতদের উদ্ধার এবং চট্টগ্রাম মেডিক্যাল পর্যন্ত দীর্ঘপথ পাড়ি দিয়ে দগ্ধদের হাসপাতালে পাঠাতে সহায়তা করছে র‌্যাব। চট্টগ্রাম র‌্যাব-৭ এর ৯টি টিম সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম মেডিক্যাল পর্যন্ত দায়িত্ব পালন করছে। 

শনিবার (৪ জুন) রাত ৩টার দিকে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এস এম ইউসুফ জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথেই র‌্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার এবং হাসপাতালে পাঠাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব সদস্যরা কাজ করে। বিশেষ করে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম মেডিক্যাল পর্যন্ত সড়ক যানজটমুক্ত রেখে অ্যাম্বুলেন্সগুলোকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যালে পৌঁছাতে র‌্যাব সদস্যরা কাজ করে। 

র‌্যাবের ৯টি টিম সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বলে র‌্যাব জানায়।