সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুস সামাদ। অগ্নিদুর্ঘটনার দিন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। হাঁটুর নিচ থেকে পুরোপুরি থেতলে যাওয়ায় এই পা কেটে ফেলতে হয় তার। ঘটনার দিন শনিবার (৪ জুন) রাত থেকে সিএমএইচ-এ সংজ্ঞাহীন অবস্থায় আইসিইউতে আছেন সামাদ।
আব্দুস সামাদের স্বজন সাজ্জাদ ভুঁইয়া রাইজিংবিডিকে বলেন, ‘আব্দুস সামাদ আমার চাচা শ্বশুর। বিএম কনটেইনার ডিপোতে তিনি সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উনার ডান-পায়ের হাঁটুর নিচের অংশ থেতলে যায় এবং হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফলে উনার ওই পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা।’
সাজ্জাদ ভুঁইয়া আরও বলেন, চিকিৎসাধীন আব্দুস সামাদের খোঁজ নেয়নি কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় আব্দুস সামাদ সিএমএইচ-এ চিকিৎসা পাচ্ছেন বলে জানান তিনি।
আব্দুস সামাদের স্ত্রী কাউসার পারভীন জানান, বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার ব্যয় বহন করার কথাসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে গণমাধ্যমে। কিন্তু বাস্তবে তারা খোঁজ নিচ্ছেন না।
বিএম কনটেইনার ডিপোর কর্মকর্তা শহীদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মালিক সকল আহতের চিকিৎসার ব্যয় বহন করবে। তারা ক্রমান্বয়ে সবার খোঁজ নিচ্ছেন।