সারা বাংলা

কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে : জেলা প্রশাসক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান। 

কনটেইনার ডিপোর আগুন শতভাগ নেভানো সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। জেলা প্রশাসক বলেন, আগুন নেভানের পর এখন ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি কাজ শুরু করেছে বিশেষজ্ঞ এবং তদন্ত কমিটি। 

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে স্থাপিত সহায়তা কেন্দ্রে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এ তথ্য জানান। 

প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক মোমিনুর রহমান বলেন, বিএম কনটেইনার ডিপোর অগ্নিদুর্ঘটনায় হতাহতদের পাশে সরকার রয়েছে। সরকারের শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও আহতরা যতদিন চিকিৎসরত থাকবেন, তাদের ওষুধ-পথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। 

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এই ঘটনায় আহতের চিকিৎসায় যেন অবহেলা না হয়। তাদের সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। এছাড়াও বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা, আহতদের ৫ লাখ টাকা এবং যেসব ফায়ার ফাইটার নিহত হয়েছেন, তাদের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই অগ্নিদুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু এবং ৯৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জেলা প্রশাসক নিশ্চিত করেন। 

অগ্নিকাণ্ডের কারণ, উৎস, ক্ষয়ক্ষতি নিরূপণসহ সার্বিক বিষয়ে বিশেষজ্ঞ তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানান জেলা প্রশাসক।