সারা বাংলা

বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের অহিদউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বুথে ভোট দেওয়ার সময় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জুন) সকাল ১০টার পর এ ভোটকেন্দ্রের বিভিন্ন বুথে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নিদিষ্ট কোরামে ভোট দিতে জোর প্রয়োগ করছেন বুথে থাকা ওই ওয়ার্ডের স্থানীয় লোকজন- এমনটাই অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার অভিযোগ করে বলেন, বেলা বাড়ার সাথে সাথে বুথে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। বাধ্য করা হচ্ছে, তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে।

কেন্দ্রের বাইরেও প্রভাব বিস্তারের চিত্র ফুটে উঠেছে। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নুরজাহান পুতুলকে (হেলিকপ্টার) দেখা গেছে, তার কর্মীদের নিয়ে ভোটারদের চাপ প্রয়োগ করছে।

কাউন্সিলর প্রার্থী ফরিদা আক্তার (আনারস) অভিযোগ করেন, ১৪নং ওয়ার্ডের দুটি কেন্দ্রেই পুতুল তার বহিরাগত লোকদের দিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছেন। বুথেও ভোটারদের প্রভাবিত করছে। এতে করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।

এ বিষয়ে অহিদউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জানান, বুথের পরিবেশ শান্তিপূর্ণ। সব প্রার্থীর এজেন্ট আছে। এমন ঘটনা ঘটেনি।