উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (১ আগস্ট) বিকেলে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। নদীর চর ও তীরবর্তী আমনসহ অন্য ফসলের জমি পানিতে প্লাবিত হেতে পারে বলে আশঙ্কা করছেন।। সেই সঙ্গে তাদের মধ্যে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি মিজানুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিররহাট ও নীলফামারীতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।