চট্টগ্রাম থেকে বগুড়ার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বাফা) এর গুদামে আসা ৭ ট্রাক সার ভেজাল সন্দেহে খালাস বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে ৯৮ হাজার কেজি টিএসপি সার ভর্তি ট্রাকগুলো আটক করে রাখা হয়েছে।
ট্রাকগুলো খালাসের জন্য বাফার গুদাম এলাকায় প্রবেশ করার পর সার পরীক্ষা করে সন্দেহ হলে আটক করা হয়।
সোমবার (২৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া বাফার গুদাম ইনচার্জ মোস্তাফা কামাল।
জানা গেছে, রোববার রাত তিনটায় চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে ৭টি ট্রাক বগুড়ায় পৌঁছায়। প্রতিটি ট্রাকে ২৮০ বস্তা করে সার রয়েছে। সোমবার সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয় পরীক্ষার জন্য। এ সময় সারগুলো নকল ও ভেজাল মনে হয় কর্তৃপক্ষের কাছে। এরপর সার খালাস বন্ধ করে ট্রাকগুলো আটক করে রাখা হয়।
গুদাম ইনচার্জ মোস্তফা কামাল বলেন, বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। মঙ্গলবার সারগুলো ভালোভাবে পরীক্ষার জন্য একটি টিম আসবে। তারা আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। সারগুলোর পরিবহন করছে চট্টগ্রামের দেওয়ান হাটের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন।