চট্টগ্রাম থেকে বগুড়ার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বাফা) এর গুদামে আসা ৭ ট্রাক আটকের পর এবার ভেজাল সন্দেহে আরো ১০ ট্রাক সার আটক করা হয়েছে।
আগের ৭ ট্রাক আটকের ঘটনায় সার পরীক্ষার জন্য চট্টগ্রাম থেকে ইতোমধ্যে তিন সদস্যের একটি টিম বগুড়ায় এসেছে।
গুদাম ইনচার্জ মোস্তফা কামাল বলেছেন, ভেজাল মেশানো আছে কিনা পরীক্ষার পর সঠিক ধারণা পাওয়া যাবে।
সোমবার (২৯ আগস্ট) রাতে আরও দশ ট্রাক সার এলে সেগুলোও নকল সন্দেহে আটক করা হয়। পরে আসা ওই দশ ট্রাকে ১৪০ মেট্রিক টন সার আছে।
বাফার গুদাম ইনচার্জ মোস্তফা কামাল বলেন, গুদামে সার এলে সেগুলো চেক করেই খালাস করা হয়। কিন্তু আমাদের কাছে পূর্বে থেকেই অভিযোগ ছিলো যে সারগুলো আসছে সেগুলোতে সমস্যা আছে। যে কারণে আরো কঠোরভাবে আমরা খালাসের পূর্বে কয়েকটি বস্তা চেক করি। সেগুলো প্রাথমিকভাবে আমাদের ভেজাল মনে হয়। এরপর বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পর সারগুলো পরীক্ষার জন্য চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি টিম বগুড়ায় এসেছে। সার পরীক্ষায় মিনিমাম দু’দিন সময় লাগবে। পরীক্ষার পর সারগুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
তিনি জানান, সারগুলোর পরিবহন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন।
বগুড়ায় ৭ ট্রাক টিএসপি সার আটক