চাঁপাইনবাবগঞ্জের ১২ জন ফ্রিল্যান্সারকে ওয়ালটনের ল্যাপটপ দিয়েছে জেলা প্রশাসন। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ প্রাপ্ত ব্যাচসেরা ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপগুলো বিতরণ করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের হাতে ল্যাপটপগুলো তুলে দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এর আগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সরকারি দপ্তরের ওয়েব পোর্টালগুলো হালনাগাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা সমাজসেবার উপ পরিচালক উম্মে কুলসুম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং প্রমুখ।