কক্সবাজারের উখিয়ার বালুখালী ময়নারঘোনার রোহিঙ্গা ক্যাম্প-৯ এ হেড মাঝি (নেতা) মোহাম্মদ হোসেনকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
আহত মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের মোহাম্মদ মিয়ার ছেলে।
ওসি মোহাম্মদ আলী বলেন, 'রাতে কয়েকজন দুর্বৃত্ত হেড মাঝি মোহাম্মদ হোসেনকে তিনটি গুলি করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।