সারা বাংলা

মেহেরপুরে ডাকাত দলের ৬ সদস্য আটক

মেহেরপুরে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে, শাহ জামাল নামের একজন ভুয়া সাংবাদিকও রয়েছেন।

ডাকাত দলের অন্য সদস্যরা হলেন- আলতাফ মণ্ডল (৬০), সোহেল হোসেন (৩০), আরিফুল ইসলাম (২৮), তরিকুল ইসলাম (২৫) ও সালাউদ্দিন (৪০)।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আটকৃকতরা সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতি করত। আর তারা এ কাজে ব্যবহার করতেন একটি মিনি ট্রাক। সেই ট্রাকেই থাকত গাছের গুড়ি ও অস্ত্র।’

পুলিশ সুপার বলেন, ‘সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলার দেবিপুর গ্রামের একটি সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনায় পুলিশ আরিফুল ইসলাম নামের একজনকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।’