গোপালগঞ্জের মুকসুদপুর থেকে পাল শাসন আমলের সময়কার কষ্টি পাথরের ৩২ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে র্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরে মুর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাশুনিয়া গ্রামের মৃত ইয়াকুব মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫৭), একই গ্রামের মৃত আমীর আলী মুন্সীর ছেলে টুকু মুন্সি (৩৫) ও পাবনা জেলার আমিনপুর উপজেলার নারায়ণপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮)।
র্যাব-৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক শহিদুল ইসলাম জানান, শাশুনিয়া গ্রামেরে একটি বাড়িতে পাচারের জন্য প্রায় ছয় মাস ধরে পাল শাসন আমলের একটি কষ্টি পাথরের মূর্তি রাখা হয়েছে বলে খবর আসে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩২ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। পরে ওই বাড়ি থেকে চোরাকারবারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩২ কেজি।
তিনি আরো জানান, উদ্ধারের পর স্থানীয় এক স্বর্ণকার মূর্তিটিকে কষ্টি পাথরের মূর্তি বলে নিশ্চিত করেন। রাতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।