চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নে ১৭ হাজার ৭৩৪ ভোট পেয়ে জামায়াত নেতা আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম বিজয়ী হয়েছেন। বুধবার (২ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গোলাম আজম তার কাছের প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু নাজমুল কবির মুক্তার চেয়ে ৫ হাজার ১৪০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। নৌকা প্রতীকের প্রার্থী আবু নাজমুল কবির মুক্তা পেয়েছেন ১২ হাজার ৫৯৪ ভোট।
এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বজলার রশীদ সনু পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট। চেয়ারম্যান পদে এ তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার তাসিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট দেন ভোটাররা। সুষ্ঠুভাবে ভোটারধিকার প্রয়োগ করেছেন তারা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ইউনিয়নের বাসিন্দারা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে উল্লসিত।
দুর্লভপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮০১ জন ও মহিলা ভোটার ১৯ হাজার ১৮৩ জন।